সুস্থ আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জন্ম নেওয়া প্রথম টেস্টটিউব শিশু। তার নাম রাখা হয়েছে ‘দানিয়া’ যার অর্থ মহান আল্লাহর উপহার বা দান। বুধবার (১ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আরও বক্তব্য রাখেন রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। কিডনি প্রতিস্থাপনে সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রথম টেস্টটিউব বেবির সফল জন্ম হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক সব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন গবেষণা করা হবে। প্রতিটি বিভাগে নতুন নতুন বিষয় সংযুক্ত করা হবে। নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও সেবা ব্যাপকভাবে বাড়ানো হবে যাতে দেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য বাইরে যেতে না হয়।
ডা. জেসমিন বানু বলেন, বেশিরভাগ মানুষেরই আইভিএফ পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। ফলে অজ্ঞতা ও সচেতনতার অভাবে অনেক দম্পতি নিজের অজান্তেই তাদের প্রজনন ক্ষমতা চিরদিনের মতো হারিয়ে ফেলছেন। অথচ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে অনেকাংশেই এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণত বন্ধ্যাত্বের চিকিৎসায় শতকরা ৫-১০ শতাংশ রোগীদের আইভিএফ পদ্ধতির প্রয়োজন হয়।
প্রসঙ্গত, বরিশালের বাসিন্দা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম টেস্টটিউব বেবির জন্ম দেওয়া দম্পতি ১৩ বছর ধরে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন। আট বছর আগে তাদের সমস্যা ধরা পড়ে। ২০২২ সালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনফার্টিলিটি বিভাগে চিকিৎসা শুরু করেন। যথাযথ চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারি মাসে নবজাতকের মা গর্ভধারণ করেন। ৩৮ সপ্তাহ পর গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এই নবজাতকের জন্ম হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।