অনলাইন নিউজ ডেস্ক:
বিএনপির ডাকা তৃতীয় ধাপের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ( ০৯ নভেম্বর ) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম বলেন, মাতুয়াইল মাদ্রাসা বাজার রোড এলাকায় আসিয়ান পরিবহনের ওই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।
এদিকে আগামী রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।