সরকার সব ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে: পরিবেশমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪২, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সরকার সব ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে: পরিবেশমন্ত্রী

banglanewsus.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৩
সরকার সব ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সব ক্ষেত্রেই সমানভাবে উন্নয়ন করেছে। যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তাসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এ লক্ষে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, সে জন্য বছরের শুরু থেকেই বই দেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধিসহ সমানভাবে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আখতারউজ-জামান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।