অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার গুঞ্জন চলছিল আজ সকাল থেকে। তবে তার হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত ছিল। বর্তমানে অনেকটা সুস্থ আছেন তিনি। এবার আত্মহত্যার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তারকা নিজেই।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে তানজিন তিশা লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল।’
ঘুমের ওষুধ খাওয়ার প্রসঙ্গে তিশা লেখেন, ‘তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার বাবা গত দুই বছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।’
ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন, অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেক মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।