ফুসফুস ক্যানসারের আধুনিক চিকিৎসায় রাজধানীতে বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৫২, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ফুসফুস ক্যানসারের আধুনিক চিকিৎসায় রাজধানীতে বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত

newsup
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩
ফুসফুস ক্যানসারের আধুনিক চিকিৎসায় রাজধানীতে বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যানসারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা হয়েছে। দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেডের সহযোগিতায় গতকাল সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সায়েদ মুকাররম আলী, হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল করিম এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক কাজী মনজুর কাদের।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক কাজী মনজুর কাদের ফুসফুস ক্যানসার চিকিৎসার নতুন গাইডলাইন অনুযায়ী রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বক্তারা বিশেষজ্ঞ মতামত তুলে ধরার মাধ্যমে নতুন ক্যানসার বিশেষজ্ঞদের অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চিকিৎসক সোনিয়া বেগম। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।