জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে দেখা করেছেন মোমেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:১৮, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে দেখা করেছেন মোমেন

banglanewsus.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৩
জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে দেখা করেছেন মোমেন

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের শান্তিরক্ষা প্রচেষ্টায় জড়িত দুইজন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে পৃথক বৈঠক করেছেন।
তিনি জাতিসংঘের শান্তি অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ারে ল্যাক্রোইক্সের সাথে সাক্ষাৎ করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পৃথক বৈঠকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সাথে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বর্তমানে, ড. মোমেন মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, আজ রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালণার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।