সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন ঊনিশ ডিসেম্বর, মংগলবার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৪, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন ঊনিশ ডিসেম্বর, মংগলবার

banglanewsus.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৩
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন ঊনিশ  ডিসেম্বর, মংগলবার

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে  নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ।

বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে আগামী ১৯ ডিসেম্বর,মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

  বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী জলি দাশ, স্বপন দাশ ও মাসুম বাউল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজ পরিবেশন করা হবে।
 “বিজয় দিবস উদযাপন কমিটি”র  সমন্বয়কারী আব্দুর রফিক, আহবায়ক মো: মোক্তাদির রহমান,  যুগ্ম  আহবায়ক শেখ কামাল মনজু, সদস্য সচিব নূর মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব মো: বেলাল উদ্দীন ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে  আমন্ত্রণ জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।