কুয়েত দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন
১৭ ডিসে ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ণ

মো. বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কুয়েত :
বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবসে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়। ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক মাল্য অর্পণ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা শহীদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকালে দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়েত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর অবসরপ্রাপ্ত আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা প্রথমে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী ও প্রধানমন্ত্রীর বাণী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় রাষ্ট্রদূত বলেন,মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আর প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে দেশে রেমিট্যান্স পাঠিয়ে মাতৃভূমিকে আজ বিশ্বের কাছে উন্নত একটি দেশে নিয়ে গেছে।সেই রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে দেশের ভাবমূর্তি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।