২০ ডিসেম্বর শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে আ.লীগের নির্বাচনী প্রচারণা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৮, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২০ ডিসেম্বর শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে আ.লীগের নির্বাচনী প্রচারণা

newsup
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩
২০ ডিসেম্বর শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে আ.লীগের নির্বাচনী প্রচারণা

জাতীয় ডেস্ক:

সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারের কাজ শুরু করবেন। ওই দিন দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর)  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২০ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা না নিয়ে বিমানে করে সিলেটে যাবেন। বেলা ১১টায় সিলেটে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন। পরে জনসভায় বক্তব্য রেখে বিমানে ঢাকা ফিরবেন তিনি। সিলেট জনসভার পরে দলটির সভাপতি শেখ হাসিনা মাদারীপুর, কুমিল্লায় নির্বাচনী জনসভা করবেন। এরপর রংপুর ও বরিশালে নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এ স্লোগানের ওপর ভিত্তি করে দলটির নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে। ২৭ ডিসেম্বর সেটি ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ২৭ ডিসেম্বর ঘোষণা করা হবে।’

News /R-3

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।