মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপির পক্ষ থেকে যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৮ ডিসেম্বর ) রাত নয়টায় ক্যাম্পেইন কমিটির মেম্বার অব সেক্রেটারী- কমিউনিটি এক্টিবিস্ট মিজানুর রহমান মীরুর পরিচালনায় পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভা আয়োজনে ছিল ক্যাম্পেইন কমিটি এবং যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণসুরমা, বালাগঞ্জ ও ফেন্চুগন্জবাসী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন— ক্যাম্পেইন কমিটির প্রেসিডেন্ট কমিউনিটি এক্টিভিস্ট মকসুদ রহমান।
বিলেতের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মোস্তাক বাবুল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী – সাপ্তাহিক দেশ এর সম্পাদক তাইসির মাহমুদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী- জগন্নাথপুর টাইমস এর সম্পাদক ( ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমান, ঢাকা পোষ্টের যুক্তরাজ্য প্রতিনিধি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, দ্যা এডিটরস এর সম্পাদক আহাদ চৌধুরী বাবু, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহযোগী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, চ্যানেল এস এর রেজাউল করিম মৃধা, এটিএন বাংলা ইউকের কামরুল আই রাসেল, আইওন টিভির আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ইকরা বাংলার হেড অব নিউজ আলাউর রহমান শাহীন, এলবি২৪ এর এনাম চৌধুরী, ইকরা বাংলার খালেদ মাসুদ রনি, লন্ডন বাংলা ভয়েস এর জাহাঙ্গীর হোসেন ও হাওয়া টিভির কিশওয়ার এনাম লিটন প্রমুখ।
ক্যাম্পেইন কমিটি ও সমর্থনকারী, শুভার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর এমএ রকিব, জাহাঙ্গীর খান, খছরুজ্জামান খছরু, আশরাফুল ইসলাম, হেলাল খান, জামাল খান, মনোহর আলী, জিলু খান, নাসির উদ্দিন, শাহজাহান শিকদার, এম এ আলী, এম এ কুদ্দুছ, শেখ নুরুল ইসলাম জিতু, ফখরুল ইসলাম, আলিম উদ্দিন ফয়সল, গোলাম মোস্তফা, শাহান চৌধুরী, হাফিজুর রহমান সুমন, মোজাম্মিল হক, ইলিয়াছ আলী, মোতাহের আলী সুহেল, কুতুব উদ্দিন, রুবেল আহমদ, আব্দুর রশিদ রাতুল, আজাদুর রহমান, এম এ সাত্তার, আলা উদ্দিন, আব্দুল কুদ্দুছ মধু, ফয়সল আলী ও কামরান আহমদ প্রমুখ।
সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান এর সমর্থনে লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজকবৃন্দ বিগতদিনে বাংলাদেশে আওয়ামীলীগ সরকারের সাফল্য ও বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন।
পাশাপাশি তারা সিলেট -৩ আসনে সাম্প্রতিক সংক্ষিপ্ত উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন- নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর অসমাপ্ত কাজ ও এলাকার আরো উন্নয়ন করতে তাকে পূনরায় নির্বাচিত করতে সিলেট ৩ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে হাবিবুর রহমান হাবিব সিলেট থেকে ভ্যার্চুয়ালী যুক্ত হয়ে লন্ডনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।