সাউথ এশিয়া ডেস্ক :
জাপানের রাজধানী টোকিওতে জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন লেগেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) হানেদা বিমানবন্দরে কোস্ট গার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। এয়ারলাইনটি জানিয়েছে, এতে থাকা ৩৭৯ যাত্রী ও ক্রুকে নিরাপদে বের করে আনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রচারিত লাইভ ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি পুড়ছে এবং টারমাক থেকে ছিটকে পড়ছে। উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জোরালো প্রচেষ্টা কাজে আসেনি।
কোস্ট গার্ড বলেছে, যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে তাদের একটি উড়োজাহাজের সম্ভাব্য সংঘর্ষের ঘটনা তারা তদন্ত করছে।
এনএইচকে–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোস্ট গার্ডের উড়োজাহাজের ক্রুদের ছয়জনের মধ্যে পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন বের হতে পেরেছেন।
জাপান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, আগুন লাগা উড়োজাহাজটি হোক্কাইদো দ্বীপের শিন–চিতোস বিমানবন্দর থেকে হানেদা অবতরণ করে।
মুখপাত্র আরও বলেছেন, আগুনের কারণে হানেদা বিমানবন্দরের সব রানওয়ে বন্ধ করা হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।