ইউক্রেনে যেতে দেবে না তুরস্ক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৫, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনে যেতে দেবে না তুরস্ক

banglanewsus.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪
ইউক্রেনে যেতে দেবে না তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক

মাইনবিধ্বংসী ব্রিটিশ জাহাজকে নিজেদের জলপথ দিয়ে কৃষ্ণসাগরে যেতে অনুমতি দেবে না তুরস্ক। মঙ্গলবার দেশটি এই ঘোষণা দিয়েছে। মাইনবিধ্বংসী দুটি জাহাজ ইউক্রেনের ব্যবহারের জন্য কৃষ্ণসাগরে পাঠানোর ঘোষণা দিয়েছিল ব্রিটেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে।

 

তুরস্ক বলছে, ব্রিটিশ মাইনবিধ্বংসী জাহাজকে ট্রানজিটের অনুমতি দিলে তা যুদ্ধকালে প্রণালি ব্যবহারের আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে।

 

গত মাসে ব্রিটেন ঘোষণা দিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সাগরে ইউক্রেনের অভিযান জোরদার করতে দেশটির নৌবাহিনীকে রয়্যাল নেভির দুটি মাইন হান্টার জাহাজ পাঠাবে।

 

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ দফতর বলেছে, ন্যাটো সামরিক জোটের সদস্য তুরস্ক মিত্রদের জানিয়ে দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় জাহাজ দুটি বসফরাস ডারডানেলেস প্রণালি ব্যবহারের অনুমতি দেবে না।

 

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্ক ১৯৩৬ সালের একটি ঘোষণা কার্যকর করে। এর ফলে এই দুটি প্রণালি দিয়ে যুদ্ধরত পক্ষের নৌযান চলাচল বন্ধ করা হয়। তবে জাহাজগুলোর নিজ দেশে ফেরার সুযোগ রাখা হয়েছে এই ঘোষণায়। 

 

ইউক্রেনে জাহাজ পাঠানোর ঘোষণায় প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, জাহাজগুলো রাশিয়াইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণ সাগরে রফতানি পথ পুনরায় খুলতে সহায়তা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।