এশিয়া ডেস্ক: তাইওয়ানের নির্বাচনের পর সকল ভোটার ও নির্বাচিত সদস্যকে শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স। রবিবার (১৪ জানুয়ারি) গণতান্ত্রিক মূল্যবোধ দেখানোর জন্য তাইওয়ানের জনগণকে এমন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কবর জানিয়েছে।
শুভেচ্ছা বার্তায় তাইওয়ানের সব পক্ষকে সম্মানের জায়গায় থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তাইওয়ান প্রণালীর দুই পক্ষের মধ্যে সংলাপ আবার শুরু হবে।
এদিকে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিকে (ডিপিপি) সমর্থন না করার জন্য বিভিন্ন দেশকে চিঠি পাঠিয়েছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তেকে অভিনন্দন জানানো বিদেশি সরকারের নিন্দা করেছে চীন।
১৩ জানুয়ারি নির্বাচনে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা উইলিয়াম লাই। জানা গেছে, প্রায় ৫০ লাখ ভোট পেয়েছেন উইলিয়াম লাই যা তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।