বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

Daily Ajker Sylhet

banglanewsus.com

১৮ জানু ২০২৪, ০৭:২৩ অপরাহ্ণ


বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আন্তর্জাতিক ঋণ সহায়তাকারী সংস্থা বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

 

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনও যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়।

 

তারা (বিশ্বব্যাংক) সংস্কার চাচ্ছে উল্লেখ করে আবুল হাসান বলেন, সংস্কার তো অবশ্যই দরকার। এতেও বিশ্বব্যাংক সহায়তা করতে প্রস্তুত। আমরা কাজ শুরু করি। আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যা বিশ্বব্যাংক অব্যাহত রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।