২৫২টি সিনেমা নিয়ে শনিবার পর্দা উঠছে ঢাকা উৎসবের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৪৮, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২৫২টি সিনেমা নিয়ে শনিবার পর্দা উঠছে ঢাকা উৎসবের

banglanewsus.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪
২৫২টি সিনেমা নিয়ে শনিবার পর্দা উঠছে ঢাকা উৎসবের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়ে শনিবার (২০ জানুয়ারি) পর্দা উঠছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এদিন বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। 

 

এবারের স্লোগান, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি আবাসিক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। এরপরই দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ও শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।