সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৭, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা

banglanewsus.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি তেলের টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের এক সামরিক সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

ইউক্রেনীয় সামরিক সূত্র বলেছে, ড্রোনগুলো আঘাত করেছে। অঞ্চলটিতে এটি নতুন ধাপের কাজ। রয়টার্স স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এর আগে দখলকৃত দক্ষিণ-পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থি এক কর্মকর্তা বলেছিলেন, বাল্টিক সাগরে একটি তেলের টার্মিনালে ইউক্রেন হামলা চালিয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে।

 

ইউক্রেনে রুশ হামলার প্রায় দুই বছর হতে যাচ্ছে। সেন্ট পিটার্সবার্গে এই ড্রোন হামলা ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলার চেষ্টা করছে।

 

রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গ। ইউক্রেনীয় সীমান্ত থেকে শহরটির দূরত্ব ৮৫০ কিলোমিটার।

 

রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেন  দূরপাল্লার ড্রোন তৈরির চেষ্টা করছে। ইউক্রেনে নিয়মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী।

 

কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়াতে এর আগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ২০১৪ সালে উপদ্বীপটি দখল করে মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।