শীতের প্রকোপে মানবিক বিপর্যয়ের মুখে দেশের সাধারন মানুষ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৫০, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

শীতের প্রকোপে মানবিক বিপর্যয়ের মুখে দেশের সাধারন মানুষ

banglanewsus.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪
শীতের প্রকোপে মানবিক বিপর্যয়ের মুখে দেশের সাধারন মানুষ

মাহফুজ আদনান :

প্রতি বছরের ন্যায় এবারও শীত এসেছে ঝেকে । তবে গত ৪/৫ বছরের তুলনায় এবারে শীত আমেরিকা, কানাডা ও লন্ডনে অনেক বেশি । দেরিতে শৈত্যপ্রবাহ বা শীত পড়লেও গত কয়েক সপ্তাহ বা তার আগ থেকে বাংলাদেশ, ভারত পাকিস্তান সহ ইউরোপেও শীতের প্রবাহ অনেক । গেল কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশের অবস্থা করুণ ।

প্রচন্ড শীতে সাধারন মানুষের যায় যায় অবস্থা । বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ঢাকা চট্রগ্রাম সহ সিলেটে শীত ছিল অন্যান্য বছরের তুলনায় ব্যাপক । তীব্র শীত ও কনকনে আবহাওয়ায় মানুষের জীবন যাত্রা ছিল বিপর্যয়ের মুখে । শীতের কাপড়ের অভাবে সাধারন মানুষ দুর্ভোগে ছিল ও আছে ।

সেই সাথে রাজধানী ঢাকা ও আঁশ পাশ এলাকায় গ্যাস সংকটের কারণে মানুষজন রান্না বাননা করতে অসুবিধায় পড়েছিল । তবে এখন যে অবস্থা বিরাজ করছে সেটা হল ঠান্ডা নিবারণের জন্য শীতবস্ত্র । দেশের প্রবাসের অনেকেই শীতবস্ত্র বিতরণ করছেন । তবে কম । তাই দেশের প্রবাসের সকল বিততোবানদের অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন সাধারন অসহায় মানুষগুলোর সহযোগিতায় । এতে দুনিয়া ও আখেরাতে পাবেন অশেষ সওয়াব ।

উপকৃত হবে পরিবার সমাজ ও দেশ । দেশের মাটি ও মানুষের এই নিধারুন কষ্টের সময় এগিয়ে আসলে আপনার সকল ক্ষেত্রে সফলতা হবে ইন শা আল্লাহ ।

লেখক : মাহফুজ আদনান, সম্পাদক-প্রকাশক, বাংলানিউজইউএসডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।