মুসাফাহ এক হাতে না দুই হাতে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৯, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুসাফাহ এক হাতে না দুই হাতে

newsup
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪
মুসাফাহ এক হাতে না দুই হাতে

ডেস্ক রিপোর্ট: নবি করিম (সা.) মুসাফাহ বা হ্যান্ডশেক করার আদেশ করেছেন। তবে
হাদিসে এক হাত বা দুই হাতে মুসাফাহ করার সুস্পষ্ট বর্ণনা নেই। এ আলোকে ধর্মীয়
স্কলাররা মনে করেন, দুই হাতে যেমন মুসাফাহ করা জায়েজ তেমনি এক হাতে করতেও
কোনো বাধা নেই। তবে উত্তম এবং সুন্নত পদ্ধতি হচ্ছে দুই হাতে মুসাফা করা।
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) মোসাফাহর যে পদ্ধতি বর্ণনা করেছেন তা
হচ্ছে, তার হাত নবি করিম (সা.)-এর দুই হাতের মধ্যেই ছিল। এ কারণেই ইমাম বুখারি
(রহ.) এ হাদিস বুখারি শরিফে বর্ণনা করে দুই হাতে মুসাফাহ করা সাব্যস্ত করেছেন।
তথ্যসূত্র : বুখারি শরিফ, হাদিস নং-৬২৬৫, ফতোয়ায়ে শামি, খণ্ড : ৯, পৃষ্ঠা-৫৪৮,
কিতাবুল ফাতাওয়া, খণ্ড : ৬, পৃষ্ঠা-১২৭।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।