হুথিদের ওপর আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৪১, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

হুথিদের ওপর আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা

newsup
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪
হুথিদের ওপর আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা

যুক্তরাষ্ট্র অফিস: ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে একটি নতুন সিরিজ বিমান হামলা
চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। সোমবার (২৩ জানুয়ারি) যৌথ এ হামলা করা
হয়েছে। হামলার বিষয়ে পেন্টাগন বলেছে, হুথিদের আটটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে
তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

পেন্টাগন আরও জানিয়েছে, আটটি লক্ষ্যবস্তুর মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সাইট
ও হুথি ক্ষেপণাস্ত্র এবং নজরদারি সক্ষমতা ছিল।
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু
করছে ইরান-সমর্থিত হুথিরা। তাদের দাবি, এসব জাহাজ ইসরায়েল ও পশ্চিমের সঙ্গে
যুক্ত বা পরিচালিত।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে, তারা আন্তর্জাতিক ‘বাণিজ্যের অবাধ প্রবাহ’
রক্ষার চেষ্টায় এসব হামলা করছে। পেন্টাগনের জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা
হয়, ‘আমাদের লক্ষ্য উত্তেজনা হ্রাস করা এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার
করা। তবে আসুন হুথি নেতৃত্বের প্রতি আমাদের সতর্কতা পুনর্ব্যক্ত করি: বিশ্বের
অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলপথে ক্রমাগত হুমকির মুখে আমরা আমাদের জীবন এবং
বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে দ্বিধা করব না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।