বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানো নেপথ্যে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৩১, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানো নেপথ্যে

newsup
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানো নেপথ্যে

কানাডা অফিস: সাম্প্রতিক বছরগুলোতে কানায় বিদেশী শিক্ষার্থীর
সংখ্যা অধিকহারে বেড়ে যাওয়ায় দেশটির আবাসন সংকট আরও
তীব্র হয়ে ওঠে। এই পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার নতুন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি অনুমোদনের ওপর দুই বছরের
বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এই সময়ে সীমিত
সংখ্যায় ভর্তির অনুমোদন দিয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা
কমিয়ে আনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর
জানিয়েছে।

সরকারি তথ্য অনুসারে, গত বছর প্রায় ১০ লাখ বিদেশি
শিক্ষার্থীকে ভর্তি অনুমোদন দিয়েছে কানাডা। যা গত এক দশক
আগের তুলনায় প্রায় তিনগুণ। নতুন প্রস্তাবে বিদেশি শিক্ষার্থীদের
ভিসা অনুমোদনের হার প্রায় ৩৫ শতাংশ (প্রায় এক-তৃতীয়াংশ)
কমবে বলে ধারণা করা হচ্ছে।

কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, উদারনৈতিক
সরকার নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ওপর
দুই বছরের একটি অস্থায়ী ক্যাপ চালু করবে। ফলে ২০২৪ সালে
কানাডা প্রায় ৩ লাখ ৬৪ হাজার নতুন শিক্ষার্থীকে ভর্তি হওয়ার
অনুমতি পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।