ডেস্ক রিপোর্ট: দু’দিন পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কে স্বস্তির খবর
মিললো। জানা গেছে, চিকিৎসকের ভাষায় তিনি এখন বিপদমুক্ত। কিছু দিন বিশ্রামের
পর পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে এমন তথ্য জানালেন
তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা জানান, ফারুকীকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সেখানে আরও একদিন রাখার পর সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে। অথবা তার
অবস্থা বুঝে বাসায়ও পাঠিয়ে দেওয়া হতে পারে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকালে তিশা সোশ্যাল হ্যান্ডেল থেকে হাসপাতালে তোলা একটি
ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, ফারুকীর হাত ধরে রয়েছেন তিনি। ছবির সঙ্গে
অভিনেত্রী বললেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার চলেও যায়; শুধু একটু
ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত।
আলহামদুলিল্লাহ। কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে
ইনশাআল্লাহ।’
দু’দিন ধরে অনেকেই তিশার সঙ্গে যোগাযোগ করছেন, ফারুকীর খবর জানার জন্য।
সবাইকে সাড়া দিতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে
এমন ভালোবাসার জন্য জানিয়েছেন ধন্যবাদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।