অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৫২, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

newsup
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বান্দরবানের তুমব্রু ও
টেকনাফের বিভিন্ন এলাকায় মিয়ানমার অংশে থেমে থেমে ভারী গোলাগুলির
শব্দ পাওয়া গেছে। তবে সীমান্ত দিয়ে যাতে নতুন করে অনুপ্রবেশ ঘটতে না
পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

শুক্রবারবিকাল থেকে শনিবার ভোর পর্যন্ত বান্দরবানের ঘুমধুম ও
টেকনাফ সীমান্তবর্তী শাহপরীর দ্বীপেও ভারী গুলির শব্দে স্থানীয়দের
মধ্যে আবারও ভয়ভীতি দেখা দিয়েছে।

এসব তথ্য স্বীকার করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১
নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর তুমব্রু
সীমান্তে আবারও মিয়ানমারে ভারী গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। যার
কারণে এপারের সীমান্তে বসবাসকারীরা ভয়ভীতির মধ্য রয়েছেন। গুলি
ছোড়ার শব্দ শোনার পর জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে
সীমান্তের খুব কাছাকাছি বসবাসকারী লোকজনকে আতঙ্কিত না হতে
অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন,
‘সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। বিশেষ করে
সকাল-সন্ধ্যায় গুলির শব্দ পাওয়া যায়।’
হোয়াইক্যং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন,
‘মিয়ানমার সীমান্তে মর্টারশেলের মতো বিকট গোলাগুলির আওয়াজ দেশের
সীমান্তে বসবাসকারীদের মাধ্যমে অবহিত হয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে

জানিয়ে রেখেছি। তবে সীমান্ত দিয়ে কোনও লোকজন অনুপ্রবেশ করেছে কিনা
জানা নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।