হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

newsup
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র অফিস: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৭ জানুয়ারি) ইউএস সেন্ট্রাল কমান্ড
জানিয়েছে, ‘আত্মরক্ষা’ প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের
দাবি, এই ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে লোহিত সাগরের দিকে উৎক্ষেপণের জন্য
প্রস্তুত ছিল। এডেন উপসাগরে তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর এই
হামলাটি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলেছে, লোহিত সাগরের দিকে লক্ষ্যবস্তু করা
একটি হুথি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের দিকে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে তারা।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মতে, ওই ক্ষেপণাস্ত্রটি ‘নিক্ষেপের জন্য প্রস্তুত’ রাখা
ছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বাহিনী ইয়েমেনের
হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে এবং এটিকে এই অঞ্চলে
বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি
হিসেবে নির্ধারণ করেছে। পরে আত্মরক্ষার জন্য মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্রটি
ধ্বংস করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।