আরও ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মির্জা আব্বাসকে

Daily Ajker Sylhet

banglanewsus.com

০১ ফেব্রু ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ণ


আরও ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর পল্টন ও রমনা থানায় করা পৃথক ৯ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এ তথ্য জানিয়েছেন মির্জা আব্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, আজ বিকালে এসব মামলায় জামিন আবেদন বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে রাজধানীর ধানমন্ডি ও নিউমার্কেট থানার পৃথক দুই মামলায় বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিন আবেদন বিষয়ে শুনানির জন্য দিন ঠিক রয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি বিএনপির মহাসমাবেশকে (গত বছরের ২৮ অক্টোবর) কেন্দ্র করে সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি থানায় করা পৃথক দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর জামিন আবেদন গ্রহণ করেও তা নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন।

রমনা, পল্টন মডেল থানায় ও ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনে করা পৃথক ১০ মামলায় মির্জা আব্বাস এবং দুই মামলায় শহীদ উদ্দীনের জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ১৫ জানুয়ারি পৃথক রিট করেন তারা। বিএনপির এই দুই নেতাই কারাগারে আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।