ইমজা’র নতুন সভাপতি সজল ছত্রী, সম্পাদক শ্যামানন্দ দাশ

Daily Ajker Sylhet

banglanewsus.com

০১ ফেব্রু ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ণ


ইমজা’র নতুন সভাপতি সজল ছত্রী, সম্পাদক শ্যামানন্দ দাশ

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার সজল ছত্রী ও সাধারণ সম্পাদক হয়েছেন দেশটিভির সিলেটের ভিডিও জার্নালিস্ট শ্যামনন্দ দাশ।

বুধবার (৩১ জানুয়ারী) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে সপ্তদশ বার্ষিক কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট লিটন চৌধুরী, সহ সভাপতি এনটিভির ভিডিও জার্নালিস্ট আনিস রহমান, সহ সাধারণ সম্পাদক যমুনা টিভির রিপোর্টার নাবিল হোসেন , কোষাধ্যক্ষ চ্যানেল আই সিলেটের ভিডিও জার্নালিস্ট সুবর্না হামিদ ক্রীড়া ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট দিপক বৈদ্য দিপু, প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট নৌশাদ আহমদ চৌধুরী নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন, এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি এবং একাত্তর টেলিভিশন এর রিপোর্টার সাকিব আহমদ মিঠু ।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি শামসুল আলম সেলিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।