অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য: জিএম কাদের

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৩ ফেব্রু ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট : পার্টির ব্যাপারে মানুষের পারসেপশন ভালো না, জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য। আমরা চেষ্টা করছি ফিরে আসার জন্য। তিনি বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে ২৬ ট আসনে ছাড় দিয়েছে, এমন বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ক্ষতি করেছে। আজ শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, অনেকে বলছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। তবে দলে ব্যাপকভাবে সংশোধন হওয়ার সুযোগ আছে। ব্যাপক সংশোধন না করতে পারলে দল ভাঙবে না, তবে দল টিকবে না। নির্বাচনে জাপা নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিয়েছে, মন্তব্য করে জাপার চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ বলছে আমাদের ২৬টি সিট ছেড়ে দিয়েছে। তারা একটা সিটও জাতীয় পার্টির জন্য ছাড়েনি। সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। এতে আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছেন। অনেকে এটাকে মহাজোট বলেছেন, অনেকে সিট ভাগাভাগি বলেছেন। এটা করে আমাদের চরম ক্ষতি করেছে। জিএম কাদের বলেন, ‘আমরা আপসকামী, পরনির্ভরশীলতা, পরনিয়ন্ত্রিত হওয়া থেকে যদি বেড়িয়ে আসতে পারি- তার জন্য কিছু কষ্ট হতে পারে কিছুদিনের জন্য। তাহলে আমরা যেমন মানুষের আস্থার দল ছিলাম, সেই আস্থার ভেতরে আবারও যেতে পারবো। সুত্র : এফএনএস২৪ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।