‘হাবিবুর রহমান একজন পরিশ্রমি যুবক’- প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:১৭, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

‘হাবিবুর রহমান একজন পরিশ্রমি যুবক’- প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন

banglanewsus.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪
‘হাবিবুর রহমান একজন পরিশ্রমি যুবক’- প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন

স্বপ্নপূরণ সমবায় সমিতির সহ-সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা, তরুণ সমাজসেবী মো. হাবিবুর রহমান’র প্রবাস যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় স্বপ্নপূরণ সমবায় সমিতির সভাপতি লুৎফুর কবির চৌধুরী শাহরিয়ারের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী আলী আশরাফের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। প্রধান অতিথি রোটারিয়ান তৌফিক বকস্ লিপন তাঁর বক্তব্যে বলেন, ‘হাবিবুর রহমান একজন পরিশ্রমি যুবক, তার মেধা ও শ্রম দিয়ে আজ এতদুর পর্যন্ত এগিয়ে এসেছে, এলাকার ভেতর কিংবা অন্যান্য যেকোনো স্থানে হাবিবুর রহমান মানব কল্যাণে কাজ করে আসছে, হাবিবুর রহমান প্রবাসে গেলেও সে সেখান থেকে এলাকার মানুষের সেবায় আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করবে, হাবিবুর রহমানের প্রবাস যাত্রা শুভ হোক’। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা, কদমতলীর বাসিন্দা সমাজসেবক ইছাক মিয়া, হিরা মিয়া, কদমতলী পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, মুরব্বী আলতা মিয়া, বদরুল ইসলাম, স্বপ্নপূরণ সমবায় সমিতির অর্থ সম্পাদক মোঃ রিপন আহমদ, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, কদমতলী ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাহিদ, সমাজসেবী রাফাত আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।