আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির সভা অনুষ্ঠিত

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৬ ফেব্রু ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ণ


আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির সভা অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী :: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।পাঁচ ফেব্রুয়ারি, সোমবার আটলান্টিক সিটির একটি ভেন্যুতে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।

সভায় আটলান্টিক সিটির কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাট নেতা ওয়ালটার জনসন, আব্দুর রফিক, জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মোঃ কাউসার, মো: মোক্তাদির রহমান, ডোনাল্ড হ্যারিস, জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্হিত ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ আগামী ১৭ মার্চ রবিবার অনুষ্ঠিতব্য আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির ৪৯তম বার্ষিক কনভেনশন সফল করার লক্ষ্যে তাঁদের সুচিন্তিত মতামত পেশ করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতৃবৃন্দ আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়া সভায় ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।