আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০৯, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালিত

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালিত

ডেস্ক রিপোর্ট:সুব্রত চৌধুরী – গত ১৩ ফেব্রুয়ারি, মংগলবার সন্ধ্যায় নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির শোবোট হোটেলে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালন উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, ধর্মীয় পুস্তক প্রদর্শনী ইত্যাদি।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
রেহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসাবে উপস্হিত ছিলেন ইমাম আমিন মুহাম্মদ, ইমাম আবদুল মুইজ,ড: রেমন্ড ব্রক ও খতিব মুহাদ্দিস আজিমউদ্দিন ।

অনুষ্ঠানে নিউ জারসি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউন্টির শেরিফ জোসেফ ও ডনোগু,সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,বিএএসজে ট্রাষটি বোর্ড সভাপতি আব্দুর রফিক,বিএএসি সভাপতি শহীদ খান প্রমুখ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক আটলান্টিক সিটি মার্চেন্ট এসোসিয়েশন ও সাউথ এশিয়ান এসোসিয়েশন অব সাউথ জারসি।
আয়োজকদের পক্ষে আসাদ চৌধুরী, আমের কাশ্মীরি,মালিক সোহেল,হাবিব রেহমান, আদিল মালিক, সরফরাজ আহমদ, মঈন খান, মো: ইমরান,কামরান আজিজ,বেনহুর সলোমন,মো: জামিন,মো: ওয়াইস, মো: সেলিম অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।