রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে বেকারমুক্ত স্বনির্ভর সোনার বাংলা গঠনে পরামর্শ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫১, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে বেকারমুক্ত স্বনির্ভর সোনার বাংলা গঠনে পরামর্শ

banglanewsus.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪
রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে বেকারমুক্ত  স্বনির্ভর সোনার বাংলা গঠনে পরামর্শ

হাসান আলী : আমেরিকা বর্তমানে বিশ্বের সুপার পাওয়ার ৷ আমেরিকায় বাংলাদেশের দুই বৃহত্তর দল আওয়ামী লীগ ও বি এন পি শাখা আছে ৷ দেশের বৃহত্তর স্বার্থে বেকারমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ ও বি এন পির নেতারা সন্মিলিতভাবে ডিউটি ফ্রি বানিজ্য বিল কংগ্রেসে উত্থাপন করে বিলটি পাশ করতে পারলে , আমেরিকার সাথে বানিজ্য বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ৪কোটি বেকার লোকের কর্মসংস্হানের ব্যবস্হা করা যায় ৷ নেপালী আমেরিকানরা কংগ্রেসে লবিং করে ডিউটি ফ্রি বানিজ্য সুবিধা আদায় করেছে ৷ বাংলাদেশ বর্তমানে সাড়ে ১১ বিলিয়ন ডলারের অধিকাংশ গার্মেন্ট ১৫.২% Tax দিয়ে রপ্তানী করিতেছে ৷ আমরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমেরিকার ৩৩কোটি জনগনের চাহিদা অনুযায়ী ফার্নিচার,গার্মেন্ট, জুতা, ঔষধ,ও নিত্য প্রয়োজনীয় জিনিষ বাংলাদেশে তৈরী করে আমেরিকায় রপ্তানী করলে বানিজ্য কয়েকগুন বৃদ্ধি করতে পারিব ৷ এখন বাংলাদেশে শ্রমের মূল্য শস্তা ৷ চায়না একাই ৪০০ বিলিয়ন ডলারের উপরে রপ্তানী করে ৷ আমেরিকা প্রতি বছর ৩ হাজার ১০০ বিলিয়ন ডলারের প্রডাক্ট আমদানী করে ৷ ২০০৫ সালে আমরা কয়েক জন মিলে উদ্যেগে নেই তাহারা হলেন আমি হাসান আলী, ডাঃ এম এম বিল্লাহ, ফার্মাসিষ্ট আমিন উল্লাহ সহ অন্যান্য সরার সহযোগিতায় কংগ্রেসম্যান ক্রাউলি সহ অন্যান্য কংগ্রেসম্যানদের নিয়ে ডিউটি ফ্রি বানিজ্য বিল কংগ্রেসে উত্থাপন করি৷ বিল নাম্বার HR- 886 . বিলটি পাশ হয়নি ৷ এবার সবাই এগিয়ে এলে বিলটি উত্থাপন করে পাশ করা সহজ হবে ৷ তাই জাতি ধর্ম ,দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আবেদন জানাচ্ছি ৷বর্তমানে আমেরিকায় ১৩ লক্ষের মত বাংলাদেশী আছেন ৷ ৪৩৫ জন কংগ্রেসম্যান ও ১০০ জন সিনেটরের সাথে লবিং করে বিল পাশা করা কঠিন নয় ৷ আপনার কংগ্রেসম্যানের নাম জানার জন্য যোগাযোগ করুন 202-224-3121 . মহান আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।