ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক ও চেক আপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আইহামের সুন্নতে খতনা চলাকালে নিহত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার চিকিৎসকরা হলেন- এস এম মুক্তাদির ও মাহবুব। হাসপাতালে খৎনা করার সময় জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার অভিযোগে গত রাতে আহনাফ তাহমিন আয়মান মারা যান।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, নিহতের বাবা ফখরুল আলমের অভিযোগের ভিত্তিতে তিন চিকিৎসকসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে দুর্ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও মেডিকেল চেকআপ সেন্টার বন্ধ করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসেন মো.মঈনুল আহসান। পরিবারের সদস্যরা জানান, রাত ৮টার দিকে চিকিৎসকরা আহনাফকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। তাকে জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার পরে তার আর জ্ঞান ফেরেনি। রাত ৯টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।