একুশ জাতির প্রেরণের অনির্বান শিখা -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

Daily Ajker Sylhet

editorbd

২২ ফেব্রু ২০২৪, ০৩:১৪ অপরাহ্ণ


একুশ জাতির প্রেরণের অনির্বান শিখা -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট: হাকিকুল ইসলাম খোকন.সিনিয়র প্রতিনিধিঃঅরল্যান্ডো বিশে ফেব্রুয়ারী সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগ রাত আটটায় ঐতিজ্যবাহী বোম্বে গ্রীলে অমর একুশ স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। একুশ বাঙালি জাতির প্রেরণার অনির্বান শিখা। একুশ না হলে একাত্তর হতোনা। একুশের অঙ্কুরিত বীজ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। একুশ আমাদের স্বদেশ , মাতৃভূমি ,জাতিসত্তা , মাতৃভাষা ফিরিয়ে দিয়েছে।আদায় করে দিয়েছে বিশ্ব ভাষার স্বীকৃতিকে। বাহাত্তর বছর পূর্বে হাড়িয়ে যাওয়া সোনাঝরা সূর্যসন্তানদের উদ্দেশ্য বোম্বে গ্রীলকে শোক আর গর্বের আদলে সজ্জিত করা হয়। জাতীয় এ দিনে সমবেত সবাই কালো ব্যাজ ধারণ করে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে এবং সালেহ করিমুজ্জামানের সঞ্চালনায় সভার কাজ শুরু হয় রাত আটটায়। ইতিপূর্বে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন , সহ সভাপতি শামসুদ তোহা , কম্যুনিটি ব্যক্তিত্ব কুদরত আলী , বীর মুক্তিযোদ্ধা মহম্মদ খসরু। প্রথমে পবিত্র কুরবান তেলোয়াত করা হয়। অতঃপর ভাষা শহীদ , স্বাধীনতা শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কুদরত আলী। ভাবগম্ভীর পরিবেশে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্বে একুশের সর্ব ব্যাপী প্রভাব , মুক্তিযুদ্ধ , স্বাধীনতা , মহান বিজয় , দেশের উন্নয়ন নিয়ে দৃষ্টিপাত করেন মাহবুবুর রহমান মিলন, শামসুদ তোহা, জসীম উদ্দীন , সালেহ করিমুজ্জান এবং মোয়াজেম ইকবাল। খবর বাপসনিউজ।সাংস্কৃতিক পর্বে অমর একুশের কালজয়ী গান এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন মুক্তিযোদ্দা শিল্পী মোঃ খসরু ,লেখক ও শিল্পী পল্লী ইসলাম। কবিতা আবৃতি করেন নবনী ও স্নীগ্ধা লিপি। কবিতা ও গানের পরম আবেশ দর্শকদের মোহিত করে। শহীদ মিনারে পুষ্প অর্পণ কালে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দলবদ্ধভাবে ভাবে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ , বাংলাদেশ সোসাইটি , আনন্দ ধারা , বরিশাল বিভাগীয় সমিতি , ঢাকা সমিতি ,জালালাবাদ সমিতি , কুমিল্লা সমিতি , বিক্রমপুর সমিতির নেতৃবৃন্দ পুষ্পার্পণ করে। এরপরে জনসাধারণ , পরিবার এবং এ প্রজম্মের সন্তানরা বিপুল উদ্দীপনায় সারিবদ্ধ পুষ্পার্পন করেন। সবার মাঝে দেশপ্রেমের অনির্বাণ শিখা আলোড়িত হয়। সব শেষে আপ্যায়ন পর্ব। এতে সহযোগিতা করে শাজাহান কাজী, আরিফ ,মনিরুল ইসলাম , শাহিদুজ্জান বাবু,রাকিবুল আলম , মাইনুল, ইউসুফ , মুসা , রেজা , ফাইজ মিলন ,গোলাম মোহাম্মদ , জাহেদ রহমান , ফারজানা , শারমিন, তাননি আহমেদ সহ অনেকে। বোম্বে গ্রীল সুস্বাদু খাবার পরিবেশন করে। আজ বিকেলে দৃষ্টিনন্দন শহীদমিনার প্রতিস্থাপন করে দৃষ্টি কারেন শামসুদ তোহা , করিম , বাবু। সার্বিক তত্বাবধানে ছিলেন ইকবাল , তোহা , জসীম , করিম , রুমেল , মোঃ নূর , ইলিয়াস ঠাকুর ও ইউনুস। পরিশেষে সভাপতি মোয়াজ্জেম ইকবাল অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে উইক-ডেতে কষ্ট স্বীকার করে দূর দুরন্ত থেকে যারা ফ্যামিলি ,বাচ্চা, কমিউনিটি লিডার , প্রবাসী সর্বসাধারণ উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল্যমন্ডিত করেছেন তাদের দেশপ্রেম ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ,কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে চব্বিশের একুশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন |

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।