ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল। শুক্রবার সকাল ১০ টায় নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম
জিও নিউজ এ খবর জানিয়েছে। আজ বুধবার পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান প্রাদেশিক পরিষদের নতুন অধিবেশন আহ্বান করেছেন। ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের পাশাপাশি পাকিস্তানের ৫টি প্রাদেশিক পরিষদেও ভোট হয়েছিল। এই ৫টি প্রদেশের মধ্যে পাঞ্জাবেই প্রথম অধিবেশন আহ্বান করা হলো। পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশটির ১৮তম এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন বিদায়ী স্পিকার সিবতাইন খান। লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচিত সদস্যদের সংসদীয় বৈঠকের একদিন পরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনের এ ঘোষণা আসে। দলীয় সূত্র থেকে জানা যায়, সভায় ২১৮ জন সদস্য অংশ নিয়েছিলেন যার মধ্যে পিএমএল-এনের ১৩৭ জন সদস্য। এই প্রদেশেই সবচেয়ে বেশি আসন পেয়েছে পিএমএল-এন। সংরক্ষিত আসনের জন্য মনোনীত ৫৮ জন নারী ও ২২ স্বতন্ত্র সদস্য উপস্থিত ছিলেন।
সরকার গঠনের জন্য পিএমএল-এনের ১৮৬ সদস্যের প্রয়োজন ছিল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।