লন্ডন অফিস: ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে সাক্ষর করবে ইতালি। কিয়েভের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী এবং সাইবার হুমকি মোকাবিলা করতে এই চুক্তি করা হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী
আন্তোনিও তাজানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি সাক্ষরের আশ্বাস দিয়ে আন্তোনিও তাজানি বলেন, ন্যায় ও টেকসই শান্তি নিশ্চিত করতে কিয়েভকে সাহায্য করা গুরুত্বপূর্ণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আটবার সামরিক সহায়তা দিয়েছে ইতালি। এই নিরাপত্তা চুক্তির আর্থিক মূল্য উল্লেখ না করে তাজানি বলেন, ইউক্রেনে রুশ আক্রমণের সময় থেকেই আন্তর্জাতিকভাবে আইনি সুবিধা দিয়ে আসছে ইতালি। প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের সাহায্যের জন্য জি৭ নেতাদের সঙ্গে আলাপ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া
মেলোনি। সেই আলোচনায় সভাপতিত্ব করেন তিনি। জানা গেছে, ইউক্রেনকে সাহায্য করার জন্য জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পর অনুরূপ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবে ইতালি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।