রাশিয়ার পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্রের ভাগ ৯৫% পৌঁছেছে : পুতিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:১৪, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়ার পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্রের ভাগ ৯৫% পৌঁছেছে : পুতিন

banglanewsus.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৪
রাশিয়ার পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্রের ভাগ ৯৫% পৌঁছেছে : পুতিন

মস্কো, ২৩ ফেব্রুয়ারি,২০২৪(বাসস/তাস): রাশিয়ান ফেডারেশনের কৌশলগত পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্রের অংশীদারিত্ব ৯৫% এ পৌঁছেছে। পারমাণবিক ট্রায়াডের নৌ অংশে এটি প্রায় একশ’ শতাংশ। যখন নতুন আক্রমণের পরীক্ষা চলছে সিস্টেমগুলো সম্পন্ন করা হচ্ছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পিতৃভূমি দিবসের ডিফেন্ডার উপলক্ষে একটি ভিডিও ভাষণে একথা বলেছেন।
তিনি বলেছেন, ‘আজ, কৌশলগত পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্র ও সরঞ্জামের ভাগ ইতোমধ্যেই ৯৫% ছুঁয়েছে। এখন ‘পারমাণবিক ট্রায়াড’ এর নৌ উপাদান প্রায় ১০০% এ পৌঁছেছে। আমরা নতুন জিরকন হাইপারসনিক মিসাইলের ধারাবাহিক উৎপাদন শুরু করেছি। এর ট্রায়াল অন্যান্য আক্রমণাত্মক ব্যবস্থা সমাপ্তির কাছাকাছি।’
পুতিন উল্লেখ করেছেন, গত ডিসেম্বরে নৌবাহিনীতে নতুন কৌশলগত সাবমেরিন যুক্ত করা হয়েছে।
‘ঠিক অন্য দিন কাজানে চারটি টিইউ-১৬০ এম মিসাইল ক্যারিয়ার সশস্ত্র বাহিনীতে স্থানান্তর করা হয়েছে,’ তিনি যোগ করেছেন।
একদিন আগে, রাশিয়ান প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এই বোমারু বিমানগুলো পরিদর্শন করেছিলেন এবং এমনকি তাদের একটিতে তিনি ভ্রমনও করেছিলেন।
তিনি বলেছেন, ‘সাধারণ-উদ্দেশ্য বাহিনীতে আমরা আধুনিক অস্ত্র ও যানবাহনের অংশ যতটা সম্ভব বেশি রাখার চেষ্টা করব। পুনরাবৃত্তি করার জন্য এই কাজটি সুশৃঙ্খলভাবে এবং ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।