ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক ফ্যাশনের সাথে তাল মিলিয়ে ঐতিহ্য,উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উদ্বুদ্ধ করে দেশীয় ফ্যাশনকে এগিয়ে নিতে আজ প্রথমবারের মতো রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় অ্যাপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি সামিট এবং শো। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ভোক্তা এবং অনুরাগীদেরকে একত্রিত করতে প্রতিষ্ঠানটি সম্প্রতি যাত্রা শুরু করেছে। সংগঠনটির দূরবর্তী অভিলক্ষ্যের অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো একটি ফ্যাশন সামিট। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির গতিপথ নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনার পরে আমন্ত্রিত দর্শকেরা উপভোগ করেন মনোমুগ্ধকর ফ্যাশন শো। বিকেল ৫টায় সূচনা হয় অ্যাপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি সামিটের। শুরুতেই শুভেচ্ছা বক্তব্যের পরে ছিল তিনটি প্যানেল আলোচনা। যাতে উঠে আসে সাম্প্রতিক সময়ে ফ্যাশন শিল্পের নানামুখী চ্যালেঞ্জ, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ফ্যাশন মার্কেটিং-এর বিবর্তন এবং দেশের সম্ভাবনাময় বিউটি মার্কেটের হালচাল। আয়োজনের প্রথম প্যানেলে আলোচক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মডেল এবং ইনফ্লুয়েন্সার সোবিয়া আমিন, দেশীয় ব্র্যান্ড জুরহেম-এর ক্রিয়েটিভ হেড মেহ্রুজ মুনির, আর্কা ফ্যাশন স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার এবং অ্যাপেক্সের হেড অব প্রোডাক্ট সালমান এ. খান। বিশিষ্ট কলামিস্ট এবং ফ্যাশন লিখিয়ে শেখ সাইফুর রহমান ছিলেন আলোচনাটির সঞ্চালনার দায়িত্বে। প্যানেলে বক্তাদের আলোচনায় উঠে আসে ‘লিগ্যাসি’ ফ্যাশনের সাথে সাম্প্রতিক ফ্যাশনের ‘জেনারেশনাল গ্যাপ’ বিষয়টি। একই সাথে আলোচনা হয় সাম্প্রতিক সময়ের রিটেইল এবং বুটিক ব্র্যান্ডগুলো কীভাবে দেশীয়
ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উদ্ভাবনী উপায়ে তুলে ধরতে পারে- তা নিয়েও।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।