নতুন সরকারের সঙ্গে জোরালো সম্পর্ক চাচ্ছে যুক্তরাষ্ট্র - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৪, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নতুন সরকারের সঙ্গে জোরালো সম্পর্ক চাচ্ছে যুক্তরাষ্ট্র

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৪
নতুন সরকারের সঙ্গে জোরালো সম্পর্ক চাচ্ছে যুক্তরাষ্ট্র

বিশেষ প্রতিবেদন: আগে থেকেই বোঝাপড়া ছিল নির্বাচনের পরে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দল পাঠাবে। সে পথেই এগোলো মার্কিন প্রশাসন। ঢাকা পৌঁছে নতুন সরকারের সঙ্গে আলোচনা শুরু করলো তাদের তিন সদস্যের প্রতিনিধি দল। সরকারের মন্ত্রী ও কর্তাদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধি,সুশীল সমাজ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করছেন তারা। বিশ্লেষকরা বলছেন,বাংলাদেশ সরকারের সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরুর আগ্রহ নিয়ে সফর করছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা কোন কোন ক্ষেত্রে আগ্রহী তা বোঝা যাবে কাদের সঙ্গে বৈঠক করছেন সেদিকে নজর রাখলেও। শনিবার ঢাকা এসে পৌঁছান ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব
স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। প্রতিনিধি দলের নেতা মার্কিন রাষ্ট্রপতির বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছান। দুই দিনের সফরে প্রতিনিধি দলটি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ অন্যদের সঙ্গেও বৈঠক করেন। নতুন অধ্যায়: এর আগেও দুই দেশের মধ্যে ‘নতুন অধ্যায়’ শুরু করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এবার নতুন অধ্যায় শুরুর বিষয়ে আলোচনা হয়েছে হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে। স্টেট ডিপার্টমেন্টের বদলে হোয়াইট হাউজের
কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা শুরুর কোনও তাৎপর্য আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,‘এলিন লাউবাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এনএসসি হচ্ছে হোয়াইট হাউজের একটি অংশ। আলোচনা তার মাধ্যমে শুরু করাটা ইঙ্গিত করে যে তারা নিরাপত্তা বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।