ইউক্রেনীয় গ্রাম দখল করলো রাশিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪৪, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনীয় গ্রাম দখল করলো রাশিয়া

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ইউক্রেনীয় গ্রাম দখল করলো রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার কাছে আরেকটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে,সেভেরনে নামের একটি গ্রাম তারা দখল করেছে। চলতি মাসের শুরুতে আভদিভকা দখল করেছিল রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, তাদের সেনারা সেভেরনে গ্রাম,আরও সুবিধাজনক অবস্থান দখল করেছে। তিনটি ইউক্রেনীয় গ্রামের ইউক্রেনীয় সেনা ও সরঞ্জামে আঘাত হেনেছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর তাভরিয়া গোষ্ঠীর মুখপাত্র দিমোত্র লাইখোভিকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, আভদিভকার কাছাকাছি স্টেপোভ ও সেভেরনে গ্রাম থেকে যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে। গ্রাম দুটি লাস্তোচকাইনের উত্তরে অবস্থিত। এর আগে সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী আভদিভকার কাছের লাস্তোচকাইন নামের একটি গ্রাম থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, এই পিছু হটা পশ্চিম দিকে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে সহযোগিতা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।