নারী দিবস উপলক্ষে রাজধানীতে উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার আয়োজিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:১৮, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নারী দিবস উপলক্ষে রাজধানীতে উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার আয়োজিত

editorbd
প্রকাশিত মার্চ ২, ২০২৪
নারী দিবস উপলক্ষে রাজধানীতে উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার আয়োজিত

নারী দিবসকে সামনে রেখে ‘পাওয়ার অব শি’র আয়োজনে দুই দিনব্যাপী ‘উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত উইমেন সামিট ও দেশীয় পণ্যের এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। এ আয়োজনের সভাপতিত্ব করেন পাওয়ার অব শি-এর প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) জুনায়েদ আলম সরকার। এ আয়োজনে নারীদের শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সমস্যা ও সমাধান নিয়ে চারটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে নারী উদ্যোক্তারা নিজেদের বিভিন্ন ব্যবসায়িক পণ্য প্রদর্শন ও বেচাকেনা করেন। বিভিন্ন সেক্টরের সফল নারীরা এ আয়োজনে উপস্থিত হয়ে তাদের জীবনের সফলতার গল্প তুলে ধরেন। প্রথমদিন নারী উদ্যোক্তা আঁখি ভদ্রের সঞ্চালনায় ‘নারীদের অনলাইন ব্যবসা, সাইবার বুলিংসহ নানান প্রতিবন্ধকতা এবং সমাধান’ বিষয়ে আলোচনায় অংশ নেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার, পটের বিবির কর্ণধার ফোয়ারা ফেরদৌস, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ। একই দিন বিকেলে ‘চল্লিশোর্ধ্ব নারীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সামিটের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহারের সভাপতিত্বে ‘স্টার্টআপ বিজনেসে নারীর প্রতিবন্ধকতা এবং সমাধান’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।