দোয়ারায়বাজারে ভারতীয় চিনিসহ আটক ৪ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১২, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দোয়ারায়বাজারে ভারতীয় চিনিসহ আটক ৪

editorbd
প্রকাশিত মার্চ ২, ২০২৪
দোয়ারায়বাজারে ভারতীয় চিনিসহ আটক ৪

দোয়ারাবাজার থানা পুলিশের এক অভিযানে অবৈধ ভাবে ভারত থেকে আনা চোরাই চিনির একটি চালান আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার জনৈক রফিকুল ইসলাম রফু’র বাড়ীতে চলাচলের কাঁচা রাস্তার উপর ওই অভিযানে দক্ষিন ক্যাম্পেরঘাট গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে মোঃ হারুন অর রশিদ (৩২), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আরছব আলী (২২), বাঘমারা গ্রামের আব্দুল হামিদেও ছেলে মোঃ আব্দুন নুর (২৩) ও দক্ষিন ক্যাম্পেরঘাটের মোঃ মাহাতাব মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২০)কে আটক করা হয়।
আসামীদের দখলে থাকা শূল্ক ফাঁকি দিয়া চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আমদানী করা ৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মুল্য ২ লাখ ১০হাজার টাকা।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অবৈধ চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।