ডেস্ক রিপোর্ট: রান্না করতে করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলে যদি হাতের কাছে গ্যাস না থাকে তবে পড়তে হয় বিড়ম্বনায়।সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে সেটা আগেই যাচাই করতে পারলে নতুন সিলিন্ডার জোগাড় করে ফেলা সহজ হয়। জেনে নিন সিলিন্ডারের গ্যাসের পরিমাণ বোঝার দুই উপায় সম্পর্কে।
১। একটি কাপড় পানিতে ডুবিয়ে নিন। ভেজা কাপড়টি সিলিন্ডারের গায়ে জড়িয়ে রাখুন কিছুক্ষণ। কাপড়টি সরিয়ে নিন এবং লক্ষ্য করুন। দেখবেন সিলিন্ডারের একটা অংশ ভিজে রয়েছে ও আর কিছুট জায়গা শুকিয়ে গিয়েছে। এর অর্থ হলো সিলিন্ডারের যে অংশটি ভেজা রয়েছে ততটা গ্যাস রয়েছে। যে অংশে গ্যাস থাকে তা শুকাতে বেশি সময় নেয়।
২। ট্যাপ থেকে কুসুম গরম পানি নিয়ে সিলিন্ডারের গায়ে ঢেলে দিন। এরপর হাত ঘষে নিন উপর থেকে নিচ পর্যন্ত। গ্যাস থাকা অংশ ঠান্ডা অনুভূতি দেবে ও খালি অংশ গরম মনে হবে। তবে কোনোভাবেই ফুটন্ত গরম পানি ঢালবেন না সিলিন্ডারে। কুসুম গরম পানি ঢালবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।