পাকিস্তানিদের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২৮, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পাকিস্তানিদের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট

editorbd
প্রকাশিত মার্চ ৩, ২০২৪
পাকিস্তানিদের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য দেশটির সাধারণ জনগণ, নারী ও যুবকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। খবর ডনের একটি টুইটবার্তায় আরিফ আলভি বলেছেন, যারা বিপুল সংখ্যায় ঘর থেকে বের হয়ে এসে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোট দিয়েছেন তাদের অভিনন্দন। তিনি তরুণদের প্রশংসা করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের প্রতি কর্তব্য পালন করেছেন তরুণরা|আলভি আরও বলেন, গুরুতর আর্থিক সঙ্কট থেকে পাকিস্তানকে বের করে আনতে ও পুনর্গঠন করতে একটি শক্তিশালী সরকার দরকার। সবাইকে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিতি। বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।