ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টির শেষ হয়েছে। এই কারণে বেশ কিছু তারকা ক্রিকেটার এই মুহূর্তে ব্যস্ততার বাইরে। এই সুযোগটিই নিচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। রংপুর রাইডার্স ইতোমধ্যে উড়িয়ে এনেছেন জিমি নিশাম, ইমরান তাহিরকে। প্রথম ম্যাচ খেলতে নেমেই তারা বাজিমাত করেছেন। এবার ফরচুন বরিশাল নিয়ে আসছে কেশভ মহারাজকে। বরিশালের পরের ম্যাচ মাঠে গড়াবে ১৪ ফেব্রুয়ারি। তার আগের দিন ১৩ ফেব্রুয়ারি
প্রোটিয়া তারকার দলে যোগ দেওয়ার কথা। নিউজিল্যান্ড অলরাউন্ডার নিশামের মতো প্রথমবার বিপিএলে খেলছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার। শনিবারের ফাইনালে তার দল ডারবান জায়ান্টস হেরে গেছে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। তিন দিনের ব্যবধানে এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে নাম লিখছেন প্রোটিয়া স্পিনার। মহারাজকে ছাড়াও বরিশাল তার স্বদেশী কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনকে নিয়ে আসতে চাইছে। যদিও এ ব্যাপারে দলের পক্ষ থেকে তেমন কিছু জানা যায়নি। ওয়েস্ট
ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে বিপিএলে ফিরবেন শাই হোপ, ওশান থমাসরা। দুজনই ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের বিপিএলে যোগ দেবেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে দেখা যাবে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।