ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এসময় বর্তমান ইউক্রেনীয় নেতৃত্বের সঙ্গে কোনও প্রকার শান্তি আলোচনার কথাও অস্বীকার করেছেন তিনি। গতকাল
সোমবার এ কথা বলেছেন মেদভেদেভ। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবেও পরিচিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে এক বিদ্রোহী বক্তৃতা প্রদানের সময় মেদভেদেভ বলছিলেন, অপর পক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাবে রাশিয়া। এসময় ইউক্রেনের ভূখণ্ডকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, রাশিয়ার ঐতিহাসিক অংশগুলোকে ‘স্বদেশে ফিরতে হবে’। মেদভেদেভ বলছিলেন, ‘ইউক্রেনের এক সাবেক নেতা এক পর্যায়ে বলেছিলেন ইউক্রেন নাকি রাশিয়া নয়। এই ধারণাটির চিরতরে বিলীন হওয়া দরকার। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ। এসময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে পরিচালিত ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনার কথা অস্বীকার করেছেন মেদভেদেভ। এসময় তিনি আরও বলেন,ভবিষ্যত ইউক্রেনীয় কোনও সরকার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চাইলে তাদের অবশ্যই বাস্তবতা মেনে ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দিতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।