চায়ের শহরে শুরু ডালাসের ড্রেস রিহার্সেল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৩, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চায়ের শহরে শুরু ডালাসের ড্রেস রিহার্সেল

editorbd
প্রকাশিত মার্চ ৪, ২০২৪
চায়ের শহরে শুরু ডালাসের ড্রেস রিহার্সেল

ডেস্ক রিপোর্ট: দুটি পাতা একটি কুঁড়ির শহর সিলেট। দেশ-বিদেশে চায়ের ঘ্রাণ ছড়িয়ে যাওয়া এই জেলায় শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বি-পাক্ষিক সিরিজ। ইদানিং ট্রফি উন্মোচনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঐতিহাসিক
জায়গাগুলোকে বেছে নিচ্ছে। এবার চায়ের শহরে, চায়ের বাগানে উন্মোচিত হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।
চা বাগানে আগেও একবার বিসিবি ট্রফি উন্মোচন করেছিল। মেয়েদের এশিয়া কাপে এশিয়ার অধিনায়করা মিলে সেটি করেছিলেন। যদিও ট্রফিটি ধরে রাখতে পারেনি নিগার সুলতানার দল। এবার নাজমুল হোসেন শান্তর দল কি পারবে এই ট্রফিটা ঘরে রাখতে?
শান্তর ইতিবাচক মানসিকতা ম্যাচের আগে সেই ইঙ্গিত দিলেও লড়াইটা ২২ গজেই করতে হবে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। শুরু হবে সন্ধ্যা ৬টায়। টি-স্পোর্টস, গাজী টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি দেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরুর আগে সিলেটের দর্শকদের নেই কোনও আগ্রহ। ভিড় নেই টিকিট কাউন্টারগুলোতে। রিক্সায় মাইকিং করে টিকিট বিক্রি করতে দেখা গেছে আয়োজকদের। সবমিলিয়ে দর্শকহীন মাঠে খেলা গড়ানোর শঙ্কা। ২০২৩ সালে ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ গত বছরটা শেষ করেছিল। বিপিএল শেষে বাংলাদেশের ক্রিকেটারদের দম ফেলার ফুসরত নেই। লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে চলতি বছরে ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ত সূচি। আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচটি ডালাসে অনুষ্ঠিত হবে ৮ জুন। সময়ের হিসেবে প্রায় ৩ মাস বাকি। তার আগে নিজেদের মাটিতে লঙ্কানদের বিপক্ষে
প্রস্তুতিটা একটু আগে ভাগে সেরে নেওয়ার সুযোগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।