সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। রবিবার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম-ডন এ খবর জানিয়েছে। নির্বাচিত হওয়ার পর, পার্লামেন্টে বিজয়ী ভাষণ দেন শাহবাজ। এসময় তিনি বলেন, তার আগামীর পথ চলা কঠিন তবে অসম্ভব নয়। জয়ের পর, পাকিস্তানের অর্থনীতি এগিয়ে নিতে দেশের পাঁচ লাখ তরুণ শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন তিনি।
এছাড়া, পাকিস্তানে ক্রমবর্ধমান ঋণ সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, বিজয়ী ভাষণে তিনি দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানেরও ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ঘোষণার পর বড় ভাই নওয়াজ শরিফকে জড়িয়ে ধরেন শাহবাজ। পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদ প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করে তার মুক্তির দাবি জানানোর পর, ব্যাপক হই-হট্টগোলের মধ্যেই দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।