ডেস্ক রিপোর্ট : শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার গ্রামে শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে ভূমিদাতাদের অর্থায়নে আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করপন শমশেরনগর হাসপাতাল কমিটির প্রধান উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। শুক্রবার ১ মার্চ ২০২৪ ইং সকাল সোয়া ১১ টায় ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করে দোয়া করা হয়।
এরপর বন নির্মিত একতলা ভবনের সবগুলো কক্ষ ঘুরে দেখেন। এরপর শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রথমেই ইমতিয়াজ আহমেদ বুলবুলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বক্তব্যে তিনি বলেন, এখন আর পিছনে থাকানোর সময় নেই। ঈদের পর আউটডোর চালু করে প্রয়োজন মত নতুন নতুন কার্যক্রম গ্রহন করে এগিয়ে যেতে হবে। ভালো কাজে শত বাঁধা অপপ্রচার হবে। তাই থেমে না থেকে বন্ধুবর ও সহপাঠী দেশ বরেণ্য কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আলেয়া জামান হাসপাতাল মসজিদের জন্য ব্যক্তিগতভাবে ১০০০ ইট ও ৩১ বস্তা সিমেন্ট প্রদান করার ঘোষণা দেন। তাছাড়া সরকারি উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা পেতেও সাহায্য করবেন বলে জানান তিনি।
আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলাম আমি মুজিবুর রহমান রঞ্জু,আব্দুস সালাম, আব্দুল মালিক বাবুল,প্রবাসী শিবলী আহমদ চৌধুরী, আবু সাদাত সায়েম, আব্দুস সামাদ সামাইল, আমিনুল হক খোকন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, হাজী ইউসুফ আলী, সোনাই মিয়া, আব্দুস সোবহান, হাজী আবুল কাশেম, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, রতন বর্মা, মতিউর রহমান সাহেদ, প্রবাসী আশিকুর রহমান, প্রবাসী বদরুল ইসলাম, মিজানুর রহমান, ইউপি সদস্য ইজ্জাদুর রহমান,কুয়েত প্রবাসী শেখ ইব্রাহীম চিরিন, শেখ সজীব, প্রকৌশলী মিজানুর রহমান, রুহেল চৌধুরী, সবুজ, রেজাউল করিম রনি প্রমুখ।
আলোচনা শেষে আজকের শমশেরনগর হাসপাতাল পরিদর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইমতিয়াজ আহমেদ বুলবুল
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।