ইউক্রেনের সঙ্গে নেদারল্যান্ডসের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২০, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনের সঙ্গে নেদারল্যান্ডসের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

editorbd
প্রকাশিত মার্চ ৪, ২০২৪
ইউক্রেনের সঙ্গে নেদারল্যান্ডসের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

লন্ডন অফিস: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল সোমবার ইউক্রেনের উত্তর-পূর্বের রণক্ষেত্র এলাকা খারকিভ শহরে এই চুক্তি স্বাক্ষর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি স্বাক্ষরের কথা জানিয়ে লিখেছেন, এর আওতায় চলতি বছর ও আগামী দশ বছরে নেদার‍ল্যান্ডসের কাছ থেকে ২.১৬ বিলিয়ন ডলার সহযোগিতা পাবে ইউক্রেন। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাও থাকবে। খারকিভে ডাচ প্রধানমন্ত্রীর অঘোষিত সফরে এই চুক্তি স্বাক্ষর হলো। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রুশ সীমান্ত থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে। শহরটিতে রাশিয়া নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। জেলেনস্কি লিখেছেন, এই চুক্তি স্বাক্ষরের জন্য আমি প্রধানমন্ত্রী রুটের প্রতি কৃতজ্ঞ। এই চুক্তির ফলে খারকিভসহ ইউক্রেনের সুরক্ষা শক্তিশালী হবে। সপ্তম দেশ হিসেবে ইউক্রেনের সঙ্গে দশ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলো নেদারল্যান্ডস। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন সদস্য হওয়ার আগ পর্যন্ত দেশটির নিরাপত্তা জোরদার করতে এসব চুক্তি করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।