ডেস্ক রিপোর্ট: মিসরের সরকারকে মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদদের নিপীড়নে সহায়তা করার অভিযোগে কানাডাভিত্তিক স্যান্ডভাইন ইনকরপোরেটেডকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন। গতকাল সোমবার এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
স্যান্ডভাইন একটি নেটওয়ার্কিং ইকুইপমেন্ট কোম্পানি। মিসরীয় সরকারকে প্রযুক্তি সরবরাহের জন্য মার্কিন বাণিজ্য বিভাগের ‘এনটিটি লিস্টে’ অন্তর্ভুক্ত হয়েছে কোম্পানিটি। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, স্যান্ডভাইনের কাছ থেকে পাওয়া প্রযুক্তি দিয়ে পাঠকের কাছে সংবাদ যাওয়া বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হতো। সে লক্ষ্যে ইন্টারনেটে গণনজরদারি ও সেন্সরশিপে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রার থেকে এ তথ্য পেয়েছে রয়টার্স। এটি যুক্তরাষ্ট্রের সরকারি জার্নাল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।