কেমুসাসের ১১৮৯ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
০৭ মার্চ ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজঃ দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৮৯তম সাহিত্য আসর গতকাল (০৭ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেমুসাসের কার্যকরী পরিষদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদ ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও গল্পকার আহমেদ সৈয়দ শাহনুর। কবি কামাল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সাহিত্য আসরে বক্তারা বলেন, সাহিত্যচর্চা মানুষকে মনুষত্বের শিক্ষা দেয়। একইসঙ্গে মননশীল সমাজ গঠন করে। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, সাহিত্য পথের যাত্রীরা অন্যদের থেকে অনেক আলাদা। রূচির সৌন্দর্য্য ও চিন্তার পরিধি বিবেচনায় তারা ব্যতিক্রম।
আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, আমিনা শহীদ চৌধুরী মান্না, ছয়ফুল আলম পারুল, চন্দ্র শেখর দেব, সাইয়্যিদ মুজাদ্দিদ, তাসলিমা খানম বীথি, জুবের আহমদ সার্জন, মকসুদ আহমদ লাল, সোয়েব আহমদ, মো. বাহাউদ্দিন বাহার, মো. সাজিদুর রহমান ও লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. দিদার আহমদ।